ফুলগাজীতে ৪৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার : গ্রেফতার- ২


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২০, ২:২৫ অপরাহ্ন / ২২৪
ফুলগাজীতে ৪৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার : গ্রেফতার- ২

ফেণী জেলার ফুলগাজীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫‘শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৯৩ হাজার টাকা। এসময় ২মাদক কারবারীকেও গ্রেফতার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কতিপয় মাদক কারবারী ফুলগাজী থানাধীন আনন্দপুর বাজার এলাকার মেসার্স আরাফাত ফার্মেসীর সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর আনুমানিক দুপুর দেড়টার দিকে র‌্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা হল- ফেনীর ফুলগাজী দক্ষিন আনন্দ নগর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মোঃ হারুন (৩৮) ও একই এলাকার মৃত-আব্দুল সাত্তারের ছেলে আব্দুল মোতালেব (৪০)। পরবর্তীতে তাদের দখলে থাকা ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘ দিন যাবত ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য জেলার ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।