রংপুরে তামাক শ্রমিকেরা বেকার, পরিবার নিয়ে দিশেহারা


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ১২:৩১ অপরাহ্ন / ২৬১
রংপুরে তামাক শ্রমিকেরা বেকার, পরিবার নিয়ে দিশেহারা

রংপুর জেলার কাউনিয়া উপজেলা ও রংপুর শহরের আংশিক এলাকা নিয়ে হারাগাছ থানা। পাকিস্তান আমল থেকে এ এলাকা বিড়ি শিল্পের জন্য বিখ্যাত। লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সাথে দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত।

কিন্তু বর্তমানে হারাগাছের ঐতিহ্যগত যে শিল্প তা প্রায় দিন দিন বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। আর এই শিল্পের সাথে সম্পৃক্ত শ্রমিকেরা পথে বসার মতো অবস্থা । এই দূর্বিসহ জীবন থেকে শ্রমিকদের বিশাল জনগোষ্ঠিকে বাঁচাতে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি যারা স্থানীয় শিল্পপতি আছে তাদের এগিয়ে আসতে হবে। অনেকে আগে ঢাকায় গার্মেন্ট এ চাকুরী করে দিনযাপন করে আসছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেক শ্রমিক চাকুরী হারিয়ে বাড়িতে এসে বেকার জীবন যাপন করছে। এই সমস্ত শ্রমিকদের ছেলেমেয়েদের লেখাপড়া ও ভরণ পোষণ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, অনতিবিলম্বে এখানে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে অবহেলিত শ্রমিকদের বাঁচাতে এগিয়ে আসার জন্য সকল বিত্তবানদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। সেই সাথে সরকারকে এগিয়ে আসতে হবে। তা না হলে এই অঞ্চলে আবার মঙ্গা নামের শব্দটি পরিচিত হয়ে উঠবে।