চাটখিলে আইনশৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভ


চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন /
চাটখিলে আইনশৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভ

নোয়াথালীর চাটখিল উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। মদ-জুয়ার আসর, মাদক বিকিকিনি, চুরি-চামারি, ইভটিজিং, কিশোর গ্যাং ও পুলিশের সোর্স কর্তৃক প্রতিনিয়ত বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।

পুলিশ দায়সারা দায়িত্ব পালন করায় এসব অপরাধ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৯ ইউনিয়নের চেয়ারম্যানদের বক্তব্যে এই তথ্য উঠে আসে।

সভায় চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নে মাদক বিক্রি-সেবন, চুরি-চামারী, মোটরসাইকেল চুরি, ইভটিজিং ও অবৈধভাবে মাটি বিক্রি এবং ভেকু ব্যবহারে রাস্তার ক্ষয়-ক্ষতি, বিভিন্ন বাজারে ফুটপাত দখল করে সড়কে যানজট সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরেন।

তারা আরও বলেন, পুলিশ অপরাধী চক্রের হোতাদের মাধ্যমে অর্থের বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেয়। কিশোর গ্যাংদের পিছনে রাজনৈতিক বড় ভাইদের হাত। ফলে কিশোর গ্যাং কাউকে তোয়াক্কা না করে অপরাধ চালিয়ে যাচ্ছে।

সভায় চাটখিল প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান বলেন, অনেক সময় অপরাধীদের আটক করার পর সাংবাদিকরা তথ‌্য চাইলে পুলিশ আটককৃতের পরিবারের সঙ্গে লবিং শেষ করার আগে কোনো তথ্য দেয় না।

এ সময় তিনি আরো বলেন, থানা পুলিশ আন্তরিক না হলে কখনো অপরাধ দমন করা যাবে না।

সভায় ওসি (তদন্ত) বিমল কর্মকার উপস্থিত থাকলেও পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার উত্থাপিত সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন।