নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


একেএম শাহজাহান, নোয়াখালী প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ১০:০৮ অপরাহ্ন /
নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নোয়াখালী জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার( ২৮ এপ্রিল) সকাল ৯ টায় পায়রা ও বেলুন অবমুক্ত করে দিবসটির উদ্বোধন করেন নোয়াখালী জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ ফজলে এলাহী ভূইয়া।

পরে এক র‌্যালি জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে বিজ্ঞ বিচারকবৃন্দ, নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্টেট, পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাব সভাপতি-সাধারন সম্পাদক, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিচারপ্রার্থী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বিশেষ আলোচনা সভা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ ফজলে এলাহী ভূইয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসাবে বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, নোয়াখালী ফাতেমা ফেরদৌস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনজুর কাদের, পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্টেট, সিভিল সার্জন এর প্রতিনিধি, জেলা লিগ্যাল এইড অফিসার ইয়াসিন আরাফাত, জেলা আইনজীবী সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক, জিপি ও পিপি এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদ্বয়, সুবিধাপ্রাপ্ত বিচারপ্রার্থীরা বক্তব্য রাখেন।

সভায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসাবে এডভোকেট শাহজাহান সাজু ও এডভোকেট শুক্লা সাহাকে ক্রেষ্ট প্রদান করা হয়।