বগুড়ায় বিস্ফোরণে উড়ে গেল বাড়ি ছাদ: দগ্ধ ৪


বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন /
বগুড়ায় বিস্ফোরণে উড়ে গেল বাড়ি ছাদ: দগ্ধ ৪

বগুড়া শহরের মালতিনগরে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে, বাড়ির মালিক রেজাউল করিমের দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন- বাড়ির মালিকের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), মেয়ে সুমাইয়া আকতার (১৫), ভাই রাশেদুল ইসলামের মেয়ে জিম আক্তার (১৬) ও প্রতিবেশী আলী হোসেনের মেয়ে তাসনিম বুশরা (১৪)। চারজনের মধ্যে রেবেকা ছাড়া তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুশরার অবস্থা সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এলাকাবাসী জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাবাসী ছুটে গিয়ে দেখেন বাসভবনের দেওয়াল ধসে গেছে। চারজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা  আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তারা জানান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে পটকা তৈরি করা হচ্ছিল। বাড়িটি পটকা তৈরির কারখানা হিসেবে পরিচিত।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল জলিল জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পটকা তৈরির কাঁচামাল থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসভবনে থাকা তিনটি গ্যাস সিলিন্ডারই অক্ষত ছিল।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, পুরো ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।