বাগেরহাটে করোনা উপসর্গে এক নারীর মৃত্যু


সংবাদদাতা, বাগেরহাট প্রকাশের সময় : জুন ২৫, ২০২১, ১:১৪ অপরাহ্ন / ৩৫৪
বাগেরহাটে করোনা উপসর্গে এক নারীর মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তিনি রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন।

বাড়ি ফেরার পথে রামপাল সদর খেয়াঘাটে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নাছির বেগম (৫৫) মোংলা উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের মহারাজ নামের এক ব্যক্তির স্ত্রী।

তিনি বিগত ১৫ দিন যাবৎ জ্বর সহ করোনা উপসর্গে আক্রান্ত ছিলেন।

সকালে তিনি রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে এসেছিলেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন, রামাপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দিন উপস্থিত থেকে মৃতের লাশ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন দুঃখ প্রকাশ করে বলেন কোন মৃত্যুই কোন ভাবে কাম্য নয়। তিনি শরীরে প্রচন্ড জ্বর নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। এজন্য সকলের সচেতনতা জরুরি। মাস্ক ব্যবহারের মাধ্যমে ৯০ শতাংশ কোভিড -১৯ আক্রন্তের ঝুঁকি কমে।

তিনি আরও বলেন, লকডাউন সংক্রান্ত সরকারি নির্দেশনা যথাযথভারে প্রতিপালনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।