মিরসরাইয়ে চেয়ারম্যান প্রার্থীকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪, ১০:১৫ অপরাহ্ন /
মিরসরাইয়ে চেয়ারম্যান প্রার্থীকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিস।

নোটিশে চেয়ারম্যান প্রার্থীকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

রবিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল হক এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, গত শনিবার (২৭ এপ্রিল)উপজেলা পরিষদ বিধিমালা, ২০১৬ -এর বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জোরারগঞ্জ বাজার, বারইয়ারহাট, নিজামপুর কলেজ ও মীরসরাই সদর এলাকায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল সহকারে মিছিল এবং শোভাযাত্রা করা হয়। নির্বাচনি প্রচারণায় এই শোভাযাত্রা নির্বাচনী আচারণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে বলা হয়, নির্বাচনী প্রচারণায় উপজেলা পরিষদ আচারণবিধি লঙ্ঘণের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হলো।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন জানান, শনিবার উপজেলার বিভিন্নস্থানে মোটরসাইকেল বহর নিয়ে মহাসড়কে শোডাউন করে কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে। এটি উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।