মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন /
মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব।

বুধবার (০১ মে) বিকেল ৩টায় মিরসরাই ক্যাফের উদ্যোগে ক্যাফে সংলগ্ন মাঠে আয়োজিত ঘুড়ি উৎসবে বিভিন্ন ধরনের বাহারি ঘুড়ি নিয়ে অংশ নেন এলাকার শতাধিক মানুষ।

প্রতিযোগীদের নানা ধরনের চমকপ্রদ ঘুড়ি প্রদর্শনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উৎসব দেখতে ঢল নামে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের। প্রদর্শিত ঘুড়ির মধ্যে ছিল- বক্স ঘুড়ি, হন ঘুড়ি, তেলেঙ্গা, দুয়ারিয়া ঘুড়ি, পঙ্খিরাজ ঘুড়ি, তারা ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, প্রজাপতি ঘুড়ি, ঈগল ঘুড়িসহ নানা ধরনের বাহারি আকৃতির ঘুড়ি।

প্রতিযোগিতা শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী সাফাত ইশতিয়াক। সর্বোচ্চ উচ্চতা ক্যাটাগরিতে বিজয়ী হন মোহাম্মদ নাজমুল হাসান হন ঘুড়ি নিয়ে, সৌন্দর্য বর্ধন ক্যাটাগরিতে বিজয় হোন মোহাম্মদ নোবেল চার বক্স ঘুড়ি নিয়ে।

ঘুড়ি উৎসবে আসা ৬০ ষাটোর্ধ তাহের আলী বলেন, ঘুড়ি উৎসব দেখে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে। তখনকার সময় আমরা নানা ধরনের ঘুড়ি উড়াইতাম, বর্তমানে তা খুব কম সংখ্যক দেখা যায়। দীর্ঘ বিরতির পর তা আবারো দেখলাম। এজন্য আয়োজককে ধন্যবাদ জানাই।

আয়োজক সাফাত ইশতিয়াক বলেন, গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে শিশু-কিশোরদের সাথে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন ধরনের গ্রামীণ উৎসবের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এই ব্যতিক্রমী আয়োজন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।