মোংলায় কঠোর বিধি নিষেধ মানছে না কেউ


সংবাদদাতা, মোংলা (বাগেরহাট) প্রকাশের সময় : জুন ২৬, ২০২১, ১:০১ অপরাহ্ন / ৩২৯
মোংলায় কঠোর বিধি নিষেধ মানছে না কেউ

বাগেরহাটের মোংলা উপজেলায় উদ্ধেগজনক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধি নিষেধ আরোপ করেছে মোংলা উপজেলা প্রসাশন।

এই বিধি নিষেধ গত (৩০ মে) রবিবার হতে আগামী (৩০শে জুন) পর্যন্ত বলবৎ থাকবে।

সংশ্লিষ্ট কমিটি কর্তৃক গৃহীত নির্দেশনা সমূহ পালনে সকলকে অনুরোধ করেন মোংলা ইউএনও কমলেশ মজুমদার।

কিন্তু এ বিধি নিষেধ মানছেনা বেশির ভাগ ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

হ্মুদ্র ব্যবসায়ী ও জনসাধারন প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে দোকান পাট খুলছে এবং জনসাধরনের সমাগম ঘটছে।

প্রসাশনের পক্ষ থেকে বার বার স্বাস্থ্য সচেতনতার কথা বলা হলেও সাধারণ মানুষের মাঝে রয়েছে সচেতনতার অভাব।

মোংলা উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, মোংলায় মাস্ক পরা ব্যাতীত কাউকে পাওয়া গেলে তাকে আইনানুগ শাস্তির আওতায় আনা হবে। মোংলা পৌর শহরে প্রবেশ সংকুচিত ও সীমিত থাকবে। জরুরি পরিবহন ব্যতীত কোন যানবাহন ঢুকবে না। ঔষুধ, জরুরি কৃষিপণ্য ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে।