রাজারহাটে লিগ্যাল এইড এর সভা অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ন /
রাজারহাটে লিগ্যাল এইড এর সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে মেডিয়েশন এবং সরকারি আইনগত সহায়তা প্রদান  বিষয়ক এক প্রচারণা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ মে) জেলা লিগ্যাল এইড অফিস কুড়িগ্রাম আয়োজনে উমর মজিদ ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ আহসানুল কবিরের সভাপতিত্বে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভা আরম্ভ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সিনিয়র সহকারী জজ শারমিন আক্তার।

তিনি বলেন, যে কোনো শ্রেণি পেশার মানুষ লিগ্যাল এইড এর মাধ্যমে সরকারিভাবে আইনি সহায়তা পেতে পারেন। কুড়িগ্রাম লিগ্যাল এইড অফিস বিনা খরচে আইনি সহায়তা দিয়ে বিভিন্ন মামলা নিস্পত্তি করতে সক্ষম হয়েছে।

এছাড়াও লিগ্যাল এইড অফিস থেকে কিভাবে সরকারিভাবে আইনি সহায়তা পাওয়া যায় সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন তিনি।

ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ এর পরিচালনায় সভায়  বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ধনেশ্বর চন্দ্র বর্মন, ইউপি সদস্য মোঃ মশিউর রহমান লাভলু ও সমাজ সেবক মোঃ লাল মিয়া প্রমুখ।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।