লংগদু সেনা জোনের উদ্যোগে তেজস্বী বীরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি) প্রকাশের সময় : মে ২, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন /
লংগদু সেনা জোনের উদ্যোগে তেজস্বী বীরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাঙ্গামাটির লংগদু জোন তেজস্বী বীরের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রীতি উন্নয়নমূলক কার্যক্রম ও প্রীতিভোজের আয়োজন।

বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীরের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রীতি উন্নয়নমূলক কার্যক্রম ও প্রীতিভোজের আয়োজন করে। একই সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন লংগদু জোন।

বৃহস্পতিবার (০২ মে) বেলা ১২ টায় তেজস্বী বীর লংগদু জোন সদর মাল্টিপারপাস সেডে জোন কমান্ডার লেঃ কর্নেল হিমেল মিয়া পিএসসি এর সভাপতিত্বে সম্প্রীতি উন্নয়ন কার্যক্রম লংগদু জোনের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার গরীব দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, কমান্ডার ২০৩পদাতিক খাগড়াছড়ি রিজিওন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের আমন্ত্রিত অফিসার, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ অনেকেই।

এসময় ১৪ জনকে অনুমানিক প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

এসময় বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে। তেজস্বী বীর প্রতিষ্ঠার পর থেকে মানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাকরি।