স্বস্তির বৃষ্টিতে ভিজলো শ্রীমঙ্গল


আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন /
স্বস্তির বৃষ্টিতে ভিজলো শ্রীমঙ্গল
স্বস্তির বৃষ্টিতে ভিজলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে গত কয়েকদিনে তাপমাত্রা উঠেছিল ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত। তীব্র গরমে সাধারন জীবনযাত্রা ছিল বিপর্যস্হ। শ্রমজীবি আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগ ছিল চরমে। খরার কবলে পড়ে চা-বাগানগুলো ছিল হুমকির মুখে।
শুক্রবার (০৩ মে) রাত ৮ টা থেকে আকাশে ঘন কালো মেঘ জমতে থাকে। চমকাতে থাকে বিদ্যুৎ। সাড়ে ৮ টার দিকে শুরু হয় বজ্রপাত। সেই সাথে হালকা বৃষ্টি। রাত ৯ টার পর শুরু হয় ভারী বৃষ্টি। এ বৃষ্টিতে জনজীবনে ফিরে আসে স্বস্তি। তবে বৃষ্টি শুরুর পর বিদ্যুত চলে যাওয়ায় জনজীবনে ছন্দপতন ঘটে। তীব্র দাবদাহ আর গরমের পর শ্রীমঙ্গল ভিজলো কাঙ্খিত বৃষ্টিতে। প্রচণ্ড গরম সহ্য করে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পেলো।
দীর্ঘ খরার কবলে পড়ায় চা-বাগানগুলোতে রেড স্পাইডারের আক্রমন দেখা দিয়েছিল। শুরু হয়েছিল হেলোপেলটিস মশার আক্রমন। চা গাছগুলো পুড়ে কুঁকড়ে যায় । গত ২৭ এপ্রিল ৩.২ মিলিমিটার এবং ২৮ এপ্রিল ১৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় চা উৎপাদক মহলে কিছুটা স্বস্তি ফিরে আসে।