ইউপি সদস্যকে মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে


মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৪, ১০:০৯ অপরাহ্ন /
ইউপি সদস্যকে মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

বগুড়ার ধুনটে ইউপি সদস্য আবু সাঈদ শেখকে মারপিটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপী বাজারে এ ঘটনা ঘটে।

আবু সাঈদ শেখ ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য এবং শহিদুল ইসলাম ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইউপি সদস্য আবু সাঈদ শেখ বলেন, শুক্রবার সকালে পাঁচথুপি বাজারে একটি চা স্টলে বসি। এর মধ্যে শহিদুল ইসলাম কোথা থেকে এসে অকথ্য ভাষায় গালাগালি সহ আমাকে মারপিট শুরু করে। এ ন্যাক্কারজনক ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি কয়েকদিন আগে পাঁচথুপি এলাকায় গণসংযোগ শেষে ইউপি সদস্য আবু সাঈদ শেখের বাসায় সৌজন্যে সাক্ষাৎ করেন। আসিফ ইকবাল সনির হয়ে প্রচারণা চালানোর কারণে এ হামলা বলে অনেকের ধারণা।

এবিষয়ে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বলেন, আবু সাঈদ শেখের সাথে সামান্য ভুল বোঝাবুঝির কারণে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি যে অভিযোগ তুলেছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।