কুতুবদিয়ায় ব্রি-ধান ৮৮ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত


কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৪, ৮:৩১ পূর্বাহ্ন /
কুতুবদিয়ায় ব্রি-ধান ৮৮ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় ব্রি-ধান ৮৮ জাতের ধান রোপণে কৃষকদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে লেমশীখালী এলাকায় বোরো ধান প্রদর্শনী ও মাঠ দিবসের এক আলোচনা সভা লেমশীখালী ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব‌্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ব্রি ধান ৮৮ এর ফলন খুব ভালো। হেক্টর প্রতি ফলন ৮ মে.টন। ব্রি ধান-৮৮ নামে নতুন জাতটির ফলন একই মৌসুমের সবচেয়ে জনপ্রিয় ব্রি ধান-২৮’র চেয়ে হেক্টরে আধা টন বেশি হয়। ধান ৪-৫ দিন আগে কাটা যায়। চাল মাঝারি চিকন এবং ভাত ঝরঝরে হয়। ব্রি ধান-৮৮ রোপণের জন্য সকলকে আহবান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।