ওসির নেতৃত্বে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৪, ৭:৫২ অপরাহ্ন /
ওসির নেতৃত্বে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাতক্ষীরায় পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. শিহাব হোসেনের নেতৃত্বে মৎস্য ঘের অফিসে ঢুকে বেধড়ক মারধর করে অফিস ব্যাগে থাকা সাড়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ এপ্রিল) সদর উপজেলার আখড়োখালা বাজার ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ মৎস্য ঘের অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ এপ্রিল) শিহাব হোসেন পল্টু ও তার ভাই সাইফুর রহমান হিল্টুর বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মো. মহিদুল ইসলাম মিলনের বড় ভাই মো. আব্দুল হক।

লিখিত অভিযোগে বিস্তারিত বিবরণ দিয়ে আব্দুল হক বলেন, ওসি মো. শিহাব হোসেন প্রায় সময় মোবাইল ফোনে আমার ভাইকে হুমকি-ধমকি দিচ্ছিল। সোমবার রাত ৮টার দিকে মৎস্য ঘেরের হারির টাকাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আখড়োখালা বাজার ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ মৎস্য ঘেরের অফিসে হামলা চালানো হয়। শিহাবের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে অফিসে ঢুকে আমার ভাইকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। ওই সময় আমার ভাই ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা অফিস ব্যাগে থাকা ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত মহিদুল ইসলাম মিলন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত ওসি মো. শিহাব হোসেন মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।