রাজারহাটে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক সভা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ৮:৪৬ পূর্বাহ্ন /
রাজারহাটে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক সভা

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভীমশীতলা গ্রামে শিশু নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দের সাথে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ওয়াল্ড ভিশন আয়োজনে ইউনিসেপ এর আর্থিক সহযোগিতায় উপজেলার উমর মজিদ ইউপি চেয়ারম্যানের বাড়ীর উঠনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাল্যবিবাহ বন্ধ বিষয়ক বিভিন্নজন তাদের মতামত প্রকাশ করেন এবং যে যেখানে যে পেশায় আছেন সেখান থেকে বাল্যবিবাহ বন্ধে এর কুফল তুলে ধরার পরামর্শ গ্রহন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উমর মজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবির আদিল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলা ও রাজারহাট উপজেলার ওয়াল্ড ভিশন বাংলাদেশের দায়িত্ব প্রাপ্ত প্রজেক্ট কর্মকর্তা জেমস উজ্জল শিকদার।

উপস্থিত ছিলেন, ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ চান মিয়া, মিনহাজুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ