শ্রীমঙ্গলে তীব্র গরমে চা শ্রমিকদের মাঝে পানি ও শরবত বিতরণ


আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন /
শ্রীমঙ্গলে তীব্র গরমে চা শ্রমিকদের মাঝে পানি ও শরবত বিতরণ
তীব্র গরমে জন-জীবন অতিষ্ঠ। বিপর্যস্হ হয়ে পড়েছে সাধারন জীবনযাত্রা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা উঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। এই সময়ে বিশেষ করে শ্রমজীবি আর খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন।
ঠিক এ সময়ে শ্রীমঙ্গলের ইস্পাহানী টি কোম্পানীর জেরিন চা-বাগান কর্তৃপক্ষ গ্রহন করেছেন এক ব্যাতিক্রমী ও প্রশংসনীয় উদ্যােগ। চা-শ্রমিকদের কথা চিন্তা করে বাগান কর্তৃপক্ষ কর্মরত শ্রমিকদের সুপেয় পানি এবং শরবত পান করাচ্ছেন। তীব্র গরম আর হিট স্ট্রোক এড়াতে এই ব্যবস্হা গ্রহন করেছেন বলে জানা গেছে। এছাড়াও বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ওপর দৃষ্টি রাখছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সরজমিন জেরিন চা-বাগানে গিয়ে দেখা যায়, জেরিন টি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চা-শ্রমিকদের শরবত খাওয়াচ্ছেন।
ডিজিএম সেলিম রেজা জানান, গরমের তীব্রতা না কমা পর্যন্ত এই ব্যবস্হা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত জেরিন টি এস্টেটে প্রায় ৬ শতাধিক নারী ও পুরুষ চা-শ্রমিক রয়েছেন।