জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লিগ শুরু


জয়পুরহাট প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন /
জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লিগ শুরু

জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজন ও অংশগ্রহণে প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরে শুরু হয়েছে রামদেও বাজলা প্রিমিয়ার লিগ আরবিপিএল (সিজন ৭ )।

শুক্রবার (১২ এপ্রিল)সকালে প্রথমবারের মতো দিবারাত্রি এ প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়।

এসময় জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বাবর, রামদেও বাজলা প্রিমিয়ার লীগ প্রতিষ্ঠাতা পরিচালক এস, এম শাফাকাত আযম, পরিচালক সাফায়েত রাব্বী সুব্বা, মোস্তাহাসান বাবু, বোরহান উল ইসলাম আকন্দ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু বলেন, মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।

এবার আরবিপিএল সপ্তম আসরে ১৮টি দল অংশগ্রহণ করছে।