চন্দনাইশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৪, ৬:২০ অপরাহ্ন /
চন্দনাইশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়।

এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চন্দনাইশ উপজেলা সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ জাফর আলী হিরু, কৃষক লীগ চন্দনাইশ উপজেলা সাধারণ সম্পাদক নবাব আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর লোকমান হাকিম, হাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রহিম।

উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মাওলানা মোজাহেরুল কাদের, যুবলীগ নেতা বেলাল উদ্দিন, পৌর যুবলীগের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, যুবলীগ নেতা বেলাল উদ্দিন, মৎস্যলীগ নেতা হাসান মুরাদ, ছাত্রলীগ নেতা ইলিয়াছ চৌধুরী বাবর, দেলোয়ার হোসেন, আবু সাদাত নাইম উদ্দিন, নাজমুল ইসলাম, মো: ইলিয়াছ, জাবেদ ইকাবাল কাজেমী, আমির হোসেন ও আবিদুল ইসলাম প্রমুখ।