নড়াইলে ইজি বাইকের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর


এস এম শরিফুল ইসলাম, নড়াইল প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ২:২৪ অপরাহ্ন /
নড়াইলে ইজি বাইকের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে ইজি বাইকের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে হেলাল কাজীর সাথে একই গ্রামের মহিদুল সিকদারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সিকদার আমিরুল ইসলামের গ্রুপের ৬টি বাড়ী ঘর ভাংচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কাজী গ্রুপের বিরুদ্ধে।

জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ইজি বাইকের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কাজী গ্রুপের আরিফ সিকদার, হেলাল কাজী, নান্টু কাজীর নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নুর আহম্মেদসহ মহিদুল সিকদার, আমিনুর সিকদার শওকত সিকদার ও সিকদার নাজির আহমেদের বাড়ীতে ব্যাপক ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে পরিবার গুলির।

এ বিষয়ে অভিযুক্ত আরিফ সিকদার বলেন, তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।