রাঙামাটিতে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন


সংবাদদাতা, রাঙামাটি প্রকাশের সময় : জুলাই ১, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন / ২৮২
রাঙামাটিতে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন

রাঙামাটিতে করোনার সংক্রমণ এড়াতে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়েছে প্রশাসন।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

একই সাথে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়।

অন্যদিকে, মার্কেট, দোকানপাট বন্ধ থাকায় একদমই ফাঁকা ছিল রাঙামাটি শহর। চলাচল করেনি কোনও প্রকার যানবাহন।

বিনা কারণে ঘর থেকে বের হয়নি কোন মানুষও। মানুষকে ঘরে রাখতে শহরের বিভিন্নস্থানে টহল দিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম। চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

এসময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।