সিরাজগঞ্জের ভাষা দিবসে বাউল প্রতিযোগিতা


সংবাদদাতা, সিরাজগঞ্জ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন / ৫৮৪
সিরাজগঞ্জের ভাষা দিবসে বাউল প্রতিযোগিতা
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ভাগ্য পরিবর্তন মানব কল্যাণ সংগঠন উদ্যোগে দেশাত্ববোধক ও বাউল গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পলাশ ডাঙ্গা যুব শিবিরের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আহমেদ টুংকু এর সভাপতিত্বে রবিবার (২১ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়ায় বেলা ১২ ঘটিকার সময় ভাষা শহিদদের বেদীতে পুস্পস্তপক অর্পণ করার মাধ্যমে এ সভার কার্যক্রম শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ ভারপাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন সরকার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আলতাফ হোনেস, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কোষাধ্যক্ষ, মোঃ আজিজুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন মন্ডল, সমজ সেবক আলহাজ আমিনুল ইসলাম, আলহাজ মোঃ আতাউর রহমান, সিরাজগঞ্জ জেলা বাস কোচ ও মিনিবাস মালিক সমিতি সাধারণ সম্পাদক, আলহাজ আতিকুর রহমান আতিক, সমাজ সেবক ও ব্যাবসায়ী মোঃ নান্নু মন্ডল প্রমুখ।
দিন ব্যাপী অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তলন, স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বিকেল ৫ ঘটিকায় মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেওয়া সহ রাতে বাউল গানের প্রতিযোগীতা অনুষ্টিত হয়।