নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৪, ৭:০০ অপরাহ্ন /
নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে ১৫ দিনব্যাপি সুলতান মেলা।

এ উপলক্ষে শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে সুলতান মঞ্চে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও এস,এম সুলতান ফাউন্ডশন আয়োজনে এ প্রতিযোগিতায় দুইশতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফত হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় দাস, এস, এম, সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুর্খাজীসহ বিভিন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এ মেলার পর্দা নামবে আগামী ২৯ এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়র চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী।

জানা যায়, ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের কার্যক্রম শুরুর ক্ষেত্রে তিনি অন্যতম ভূমিকা রাখনে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া দেশ ও বিদেশে তাঁর অসংখ্য একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বরেণ্য শিল্পী এস.এম সুলতানের যে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল সেখানে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। বর্তমানে তিনি শিল্প চর্চার পাশাপাশি বাংলাদেশের শিল্প আদালনের একজন পথিকৃত। মেলার সমাপনী দিনে গুণি এই চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক প্রদান করা হবে।