মধুখালীতে ইউপি চেয়ারম্যানই পিটুনি শুরু করেন: জেলা প্রশাসক


ফরিদপুর প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ৮:২৭ পূর্বাহ্ন /
মধুখালীতে ইউপি চেয়ারম্যানই পিটুনি শুরু করেন: জেলা প্রশাসক

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে করে জেলা প্রশাসক ওই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, মধুখালীর ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাস জনপ্রতিনিধি হিসেবে জনগণকে নিরাপত্তা দেওয়ার শপথ করে নির্মাণশ্রমিকদের হত্যার কাজে অংশ নিয়েছেন। শ্রমিকদের মারপিটের শুরুটা চেয়ারম্যান করেন। পরে আবার ওসি ও ইউএনওকে সঙ্গে নিয়ে তিনিই উদ্ধার অভিযানে যান।

জেলা প্রশাসক বলেন, এ সংক্রান্ত দুটি ভিডিও ক্লিপ প্রকাশের আগে আমরা বিষয়টি জানতে পারিনি। ওই ভিডিও প্রকাশের পর চেয়ারম্যান ও ইউপি সদস্য পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান মুঠোফোন সঙ্গে নেননি। এ জন্য তাকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছে। পুলিশ একবার মাগুরা ও আরেকবার যশোরের খুব কাছাকাছি গিয়েও তাঁকে ধরতে পারেনি।