কেন্দুুয়ায় দুই শতাধিক কলাগাছসহ ফলদ গাছ কর্তন


নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৪, ৯:১০ অপরাহ্ন /
কেন্দুুয়ায় দুই শতাধিক কলাগাছসহ ফলদ গাছ কর্তন

নেত্রকোনার কেন্দুুয়ায় দিনদুপুরে  দুই শতাধিক কলাগাছসহ ফলদ চারা গাছ কর্তন ও হ্যাচারি থেকে হাঁসের ডিম লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ এপ্রিল) উপজেলার সান্দিকোনা ইউপি’র ডাউকী গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল কালাম প্রতিবেশী বাচ্চু মিয়া গংদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, সরকারি খাস ভূমি বন্দোবস্ত নিয়ে বাড়িঘর নির্মাণসহ ভোগদখল করে আসলেও সমপ্রতি  বন্দোবস্তকৃত ১৬ শতক ভূমির মালিকানা দাবি করে আসছেন প্রতিবেশী বাচ্চু মিয়া। এ নিয়ে বেশ কয়েকটি সালিশ-বৈঠক হলেও বিরোধ মিটেনি।

তিনি বলেন, এই জমি প্রায় ৫০ বছর ধরে বন্দোবস্ত নিয়ে আমরা ভোগদখল করছি। সোমবার দুপুরে বাচ্চু মিয়ার নেতৃত্বে ১০/১২জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে এবং দুই শতাধিক কলাগাছসহ বনজ ও ফলদের চারা গাছ কেটে ফেলে। বিষয়টি থানা পুলিশ ও এসিল্যান্ডকে জানিয়েছি।  আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু মিয়া জানান, ২৩২ দাগের ৯ শতক ভূমি মামলা-মোকদ্দমা করে ডিগ্রি পেয়েছি। এ নিয়ে এলাকায় কয়েকটি দেন-দরবার হয়েছে। তারা দরবার মানে না। অতিষ্ঠ হয়ে গাছগুলো কেটে ফেলেছি।

কেন্দুুয়া থানার ওসি বলেন, গাছ কেটে ফেলার বিষয়টি খুবই অন্যায়। যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।